RG Kar Doctor Death Case: চিকিৎসক পুণ্য়ব্রত গুঁই ও তমোনাশ চৌধুরীকে পুলিশের নোটিস
ABP Ananda Live: চিকিৎসক পুণ্য়ব্রত গুঁই ও তমোনাশ চৌধুরীকে পুলিশের নোটিস। ৮ অগাস্ট অনুমতি ছাড়া সাইকেল মিছিলের জেরে নোটিস। একাধিক ধারায় মামলা রুজু ২ চিকিৎসকের বিরুদ্ধে। জাতীয় সড়ক আইন লঙ্ঘনের ধারাতেও মামলা। চিকিৎসক পুণ্য়ব্রত গুঁইয়ের গাড়িচালককেও নোটিস । ২ দিনের মধ্যে ঠাকুরপুকুর থানায় হাজিরার নির্দেশ। থানায় হাজিরা না দিলে গ্রেফতারির হুঁশিয়ারি ।
নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলেছেন অভয়ার বাবা-মা। পাশাপাশি নবান্ন অভিযানে আহত হয়েছেন ৫ পুলিশকর্মী। তাঁদের মধ্যে ৩ জন ভর্তি এসএসকেএমে। আহত কর্মীদের দেখতে আজ হাসপাতালে যান সিপি মনোজ ভর্মা। সেখানে গিয়ে পুলিশ কমিশনার জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে নিহত চিকিৎসকের মায়ের অভিযোগের তদন্ত হবে। মেয়ের বিচার চেয়ে শনিবার পথে নেমেছিলেন অভয়ার মা। সেই নবান্ন অভিযানেই তাঁর চাঞ্চল্য়কর অভিযোগ, পুলিশ তাঁকেই মারধর করেছে। এদিন সিপি মনোজ ভর্মা বলেন, "আরজি করের নির্যাতিতার মা যে অভিযোগ করছেন... নিশ্চয়ই উনি আঘাত পেয়েছেন। এটা একেবারেই হওয়া উচিত নয়। কেন হল? কী কারণে হল? পুলিশ মেরেছে বলে যে অভিযোগ করা হচ্ছে, সেটা সত্যি না মিথ্যে খতিয়ে দেখা হবে। অভিযোগ এলে নিশ্চয়ই তদন্ত করা হবে। অভিযোগ না পেলেও...গতকাল থেকে আমরা তদন্ত করছি।