RG Kar: যে বা যারা দোষী তাদের দ্রুত সনাক্ত করা উচিত এবং কঠোরতম শাস্তি দেওয়া প্রয়োজন: জুনিয়র চিকিৎসক

Continues below advertisement

ABP ananda LIVE: 'এই জন্যই আমাদের আন্দোলনটা। হাসপাতালগুলিতে যে থ্রেট কালচারের পরিবেশ এখনও ঘটে যাচ্ছে। আমরা যে কথা বলছি ন্যা বিচার, যে বা যারা দোষী তাদের দ্রুত সনাক্ত করে এমন উপযুক্ত কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া প্রয়োজন। যাতে কোনও মানুষ এই কথা বলা না ভাবার আগেও দুহাজার বার ভাবে যে এইধরনের কথা বলা যাবে কিনা', বললেন জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ।

আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন মামলায় বিরূপাক্ষ-অভীকদের ফের তলব। গতকাল মাঝরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর আজ ফের তলব সিবিআইয়ের। সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস ও সৌরভ পাল। অভীক দে-কেও আজ ফের সিজিও কমপ্লেক্স হাজিরার নির্দেশ। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আর জি করে কী করছিলেন অভীক-বিরূপাক্ষরা? কারও নির্দেশে কি নিজেদের হাসপাতাল ছেড়ে আর জি কর মেডিক্যালে গিয়েছিলেন? জানতে অভীক-বিরূপাক্ষদের আজ ফের তলব সিবিআইয়ের, খবর সূত্রের। সিজিও দফতরে পৌঁছলেন টালা থানার SI চিন্ময় বিশ্বাস।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram