RG Kar News: আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বিনীত-অভিষেককে সরানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE: কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন মনোজ ভার্মা। বিনীত গোয়েলের জায়গায় কলকাতা পুলিশের কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ করা হল বিনীত গোয়েলকে। অভিষেক গুপ্তর জায়গায় ডিসি নর্থ হলেন দীপক সরকার। অভিষেক গুপ্তকে পাঠানো হল EFR সেকেন্ড ব্যাটেলিয়নের CO করে। জ্ঞানবন্ত সিংহ হলেন এডিজি আইবি। জাভেদ শামিম হলেন এডিজি আইনশৃঙ্খলা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বিনীত-অভিষেককে সরানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। দেবাশিস হালদারকে সরিয়ে নতুন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন।
তদন্তে যে সমস্ত সূত্র মিলেছে, তাতে বোঝা যাচ্ছে মৃত চিকিৎসকের বাবার উদ্বেগ যথাযথ : প্রধান বিচারপতি। সিবিআই তাদের রিপোর্টে যা লিখেছে, তা দেখে আমরা বিচলিত : প্রধান বিচারপতি। 'কেন কলকাতা পুলিশ মাত্র ২৭ মিনিটের সিসিটিভি ফুটেজ দিয়েছে?' প্রশ্ন প্রধান বিচারপতির। ৭ থেকে ৮ ঘণ্টার ফুটেজ দেওয়া হয়েছে, দাবি কপিল সিব্বলের। কেন পুরো সিসিটিভি-র ফুটেজ দেওয়া হয়নি? ফুটেজ খতিয়ে দেখা দরকার, প্রতিক্রিয়া ফিরোজ এডুলজির। কেন DVR বাজেয়াপ্ত করছেন না, তারপর তো ফুটেজ ঠিক আছে না বিকৃত আছে দেখতে পারেন : প্রধান বিচারপতি। অকুস্থলের আশপাশের সিসিটিভি-র ফুটেজ কি সিবিআই-কে দেওযা হয়েছে? প্রশ্ন প্রধান বিচারপতির। DVR সিবিআই-কে দেওয়া হয়েছে, সমস্ত ফুটেজ দেওয়া হয়েছে, সই করে তা গ্রহণ করেছে সিবিআই, দাবি কপিল সিব্বলের। পেনড্রাইভে ১০০ জিবি জায়গা থাকতে পারে কিন্তু সেখানে হয়তো কয়েক মিনিটের ফুটেজ ছিল, তুষার মেহতা। কর্মবিরতি নিয়ে রাজ্যের দাবি বিভ্রান্তিকর, সিনিয়র ডাক্তাররা ওভারটাইম করে পরিস্থিতি স্বাভাবিক রাখছে, চিকিৎসকদের আইনজীবী। মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে রাজ্যের দেওয়া রিপোর্ট অসত্য, চিকিৎসকদের আইনজীবী।