RG Kar News: আমরা কীভাবে জুনিয়র ডাক্তারদের পাশে থাকব বুঝতে না পারায় অনশনে এসে বসেছি: দেবলীনা দত্ত

Continues below advertisement

ABP Ananda Live: 'এখনও কোনও সুরাহা মেলেনি। এখনও কিছুই হয়নি। স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো সেটা জনগণের হীতে, কারণ সিন্ডিকেট রাজ যতদিন চলবে ক্ষতি তো হবে আমাদেরই। জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলো করেছেন আমি ভেবেছিলাম সরকার নিজেই সকলের সঙ্গে আলোচনা করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এটার জন্য লড়াই, অনশন কেন করতে হচ্ছে সেটাই বুঝতে পারছি না? স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো আমি যতটা চাইব সরকারও ততটাই চাইবে, সেটাই ভেবেছিলাম। আমরা কীভাবে জুনিয়র ডাক্তারদের পাশে থাকব বুঝতে না পারায় অনশনে এসে বসেছি', বললেন দেবলীনা দত্ত। 

দ্রোহের কার্নিভালের পর এবার দ্রোহের সংস্কৃতি। কলকাতায় নাট্যচর্চার ধাত্রীভূমি অ্যাকাডেমি চত্বর ও রানুচ্ছায়া মঞ্চে আজ সকাল থেকে দ্রোহের সংস্কৃতি উদ্‍যাপন শুরু। আর জি কর-কাণ্ডে ন্য়ায়বিচার ও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে। ৪৪ ঘণ্টার এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি চলবে সোমবার সকাল পর্যন্ত। এর উদ্বোধন করেন শিক্ষাবিদ পবিত্র সরকার। দ্রোহের সংস্কৃতিতে সারাদিন ধরে হবে নাচ, গান, আঁকা, আবৃত্তি, নাটক। বাদ যাবে না সিনেমাও। রাতে বসবে উৎপল দত্তর পাঠশালা, সেখানে অভিনয় কর্মশালা এবং সেমিনারের আয়োজন করা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram