RG Kar News: সরকার নয়, নিহত চিকিৎসকের মা-বাবার অনুরোধে সাড়া, অনশন প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের

Continues below advertisement

ABP Ananda Live: "রাজ্য প্রশাসনের, পদের অনুরোধে নয় I অনশন প্রত্যাহার নিহত চিকিৎসকের বাবা-মা-র কথায়"। সরকার নয়, নিহত চিকিৎসকের মা-বাবার অনুরোধে সাড়া। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর উঠল জুনিয়র ডাক্তারদের অনশন। আজকের স্বাস্থ্য ধর্মঘটও প্রত্যাহার।

লাইভ স্ট্রিমিং-এর প্রশ্নে এর আগে বারবার ভেস্তে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক। সোমবার আচমকা, জুনিয়র চিকিৎসকদের দাবি ছাড়াই বৈঠকের 'লাইভ স্ট্রিমিং' করল রাজ্য সরকার। গত ১২ সেপ্টেম্বর নবান্নে পৌঁছেও লাইভ স্ট্রিমিং-এর শর্তেই কার্যত ভেস্তে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। স্বাস্থ্যভবনের বাইরে ধর্না অবস্থান থেকে বাসে চেপে নবান্নে পৌঁছেও ফিরে আসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তার আগে দেখা গিয়েছিল এই লাইভ স্ট্রিমিং নিয়েই রাজ্য ও আন্দোলনকারীদের মধ্যে মতানৈক্য। বৈঠকের আগে বিস্তর ই-মেল চালাচালি হয়।  ডাক্তার ও সরকারের মধ্যে কার্যত 'পত্র-যুদ্ধ' চলে। তারপর সরকার লাইভ স্ট্রিমিং-এ রাজি না থাকাতেই ভেস্তে গিয়েছিল বৈঠক। 

এরপর ১৪ সেপ্টেম্বর ফের ভেস্তে যায় বৈঠক। সেদিন প্রস্তাবিত বৈঠক স্থল ছিল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি। আন্দোলনকারী চিকিৎসকরা মুখ্য়মন্ত্রীর বাড়ির দুয়ারে পৌঁছেও ফিরে আসেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। লাইভ স্ট্রিমিংয়ে সরকারের আপত্তি থাকায় তাঁরা ভিডিওগ্রাফার নিয়ে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু বাইরে দাঁড়িয়ে মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁদের কথাও হয়। কিন্তু, বৈঠক হয়নি। বরং তীব্র হয় সংঘাত। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram