RG Kar: সন্দীপ ঘোষের বেলেঘাটার চারতলা বাড়ির একাংশও কি বেআইনিভাবে তৈরি?খতিয়ে দেখতে পৌঁছল পুরসভার টিম
Continues below advertisement
ABP Ananda LIVE: শুক্রবার, পুরসভার তরফে বাড়িতে নোটিস টাঙানো হয়েছিল। আর সোমবার অভিযোগ খতিয়ে দেখতে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে গেল পুরসভার টিম।আর জি কর মেডিক্য়ালে দুর্নীতির অভিযোগে, সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। সন্দীপ ঘোষের বেলেঘাটার চারতলার এই বাড়ির একাংশও কি বেআইনিভাবে তৈরি? তা যাচাই করতে শুক্রবার, পুরসভার তরফে নোটিস টাঙানো হয়েছিল। আর সোমবার অভিযোগ খতিয়ে দেখতে সেখানে পৌঁছে গেল পুরসভার টিম। চেতলার বাসিন্দা, অংশুমান সরকার নামে এক ব্য়ক্তি, কলকাতা পুরসভায় একটি অভিযোগ জানান। তাঁর অভিযোগ, সন্দীপ ঘোষের এই ৪ তলা বাড়ির একাংশ বেআইনিভাবে তৈরি করা হয়েছে। গাড়ির পার্কিংয়ের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়েছে। ৪ তলা বিল্ডিং তৈরির জন্য় যে ওপেন স্পেস বা খোলা জায়গা রাখার নিয়ম, তা রাখা হয়নি।
Continues below advertisement
Tags :
RG Kar Medical College Kolkata Doctor Death News Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape Kolkata Rape Murder Details Kolkata Rape Murder