RG Kar Doctors Protest: CP-র ইস্তফা চেয়ে লাল গোলাপ হাতে লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের
ABP Ananda LIVE: পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের পদত্য়াগের দাবিতে সোমবার লালবাজার অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকরা।লালবাজারের আগেই তাঁদের আটকায় পুলিশ। এরপর সেখানেই বসে পড়েন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সময় যত গড়ায় ততই বাড়তে থাকে আন্দোলনের আঁচ। চিকিৎসকরাও অনড়, কমিশনারের সঙ্গে দেখা না করে তাঁরা নড়বেন না। আর্থিক দুর্নীতি মামলায় আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। তাতে খুশি তাঁরা। কিন্তু তাঁরা তাঁদের দাবিতে অনড়, প্রতিবাদে নিষ্ঠ। এক ছাত্র মিছিলে দাঁড়িয়েই বলছিলেন, 'আমরা টানা ৩৬ ঘণ্টা ডিউটি করা ডাক্তার, আমাদের ভয় দেখাবেন না'। ঠিক তাই, সারা রাত শিড়দাঁড়া সোজা রেখে বসে রইলেন জুনিয়র ডাক্তাররা। সকালেও প্রতিবাদে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। সন্দীপ ঘোষের গ্রেফতারিতে উচ্ছ্বসিত হলেও, পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়ে দেন আন্দোলনরত চিকিৎসকরা। আপাতত দাবি একটাই, বিনীত গোয়েলের পদত্য়াগ। তাতেই অনড় তাঁরা। তাই এখনও বি বি গাঙ্গুলি স্ট্রিট প্রতিবাদ-সরণি।