RG Kar Doctors Protest:ডেডলাইন শেষ, সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে পুজোর মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা
Continues below advertisement
ABP Ananda Live: ডেডলাইন শেষ, সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে পুজোর মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা রাখার ঘোষণা। দাবি পূরণে পুজোর মধ্যে এবার ডোরিনা ক্রসিংয়ে আমরণ অনশন। সামিল । ৪ মেডিক্যাল কলেজের ৬ জুনিয়র ডাক্তার।
ডেডলাইন শেষ, পুজোর মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা । কাজে ফিরলেও, খাবার খাব না, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের 'স্বচ্ছতা বজায় রাখতে অনশন মঞ্চে সিসি ক্যামেরা' । প্রথম দফায় আমরণ অনশনে ৬জন জুনিয়র ডাক্তাররা । 'ধর্মতলায় ধর্নামঞ্চ তুলতে বারবার পুলিশের বাধা' -- কর্মবিরতি তুলে পুজোর মধ্যে এবার আমরণ অনশন । পুলিশের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ জুনিয়র ডাক্তারদের । অনশনে কারও কিছু হলে দায় সরকারের: জুনিয়র ডাক্তার । কাজে ফিরেও এবার আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা
Continues below advertisement
Tags :
RG Kar Medical College Kolkata Doctor Death News Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape Kolkata Rape Murder Details Kolkata Rape Murder