RG Kar Doctors Protest: 'আগামীদিনে আমরা কোন চিকিৎসকদের পাব?' প্রশ্ন বাদশা মৈত্রর
ABP Ananda LIVE: 'ওঁদেরকে ১০জনের সঙ্গে কথা বলার প্রস্তাব দেওয়া হয়েছিল। ওঁদের বক্তব্য যতজন কলেজ থেকে যেকজন এসেছিলেন তাঁদের মধ্যে ২ জন করে প্রার্থী গেলেও সংখ্যটা অনেক বেশি হয়। এতবড় আন্দোলনের পরও ওদের কাছে এই প্রস্তাবটা অপমানজনক মনে হওয়া স্বাভাবিক। তিলোত্তমার বিচরের সঙ্গে সঙ্গে ওঁদের যে দাবিগুলো উঠে আসছে, এc। আগামীদিনে আমরা কোন চিকিৎসকদের পাব? যেভাবে অযোগ্য শিক্ষকেরা শিক্ষাব্যবস্থাকে ভেঙে দিতে পারে, অযোগ্য চিকিৎসক একটা মানুষকে শেষ করে দিতে পারে। সিনিয়র ডাক্তাররা লিখিত অভিযোগ দিয়েছে এব্যাপারে', মন্তব্য বাদশা মৈত্রর।
অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা, নবান্ন থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের নবান্ন থেকে ইমেল। বৈঠকের বার্তা দিয়ে জুনিয়র ডাক্তারদের ইমেল। টানা আন্দোলনের মধ্যেই সরকারের বৈঠকের বার্তা । পারলে আজই নবান্নে আসার বার্তা সরকারের। নবান্নের বার্তার পরেই আলোচনায় জুনিয়র ডাক্তাররা। '৬.১০: ১০জনকে আসার জন্য ইমেল করা হয়েছিল'। 'প্রধান সচিবের মাধ্যমে জুনিয়র ডাক্তারদের ইমেল'। 'এতক্ষণ অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী, কোনও বার্তা আসেনি'। 'কোনও জবাব না আসায় সাড়ে ৭টা পর্যন্ত অপেক্ষা করেছিলেন'। অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা, নবান্ন থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী। নবান্নের বার্তাতে সাড়া দিলেন না জুনিয়র ডাক্তাররা 'এই ইমেল অপমানজনক, ১০জনকে ডাকাটাও অসম্মানজনক'। 'যেভাবে ডাকা হয়েছে, তাতে আন্দোলনকেই অসম্মান'।