RG Kar Doctor Death Case: আন্দোলনে যারা রয়েছেন তাঁদের ব্যতিব্যস্ত করার জন্য এসব করা হচ্ছে: দেবাশিস

ABP Ananda Live: 'এই গোটা বিষয়টাই প্রতিহিংসামূলক আচরণ। একটা দুর্নীতিতে ভরা কাউন্সিল, তার নামে কোটি কোটি টাকার দুর্নীতি রয়েছে, আন্দোলনে যারা রয়েছে তাঁদের ব্যতিব্যস্ত করার জন্য এসব করছে। এটা যদি হয় তাহলে আইনি পথেই লড়াই চলবে। এভাবে ভয় দেখিয়ে কিন্তু কোনও লাভ নেই'। মন্তব্য দেবাশিস হালদারের। 

 

 

‘অভয়ার মা-বাবা বিভ্রান্ত, চক্রান্তকারীরা মন্ত্রণা দিচ্ছে ওঁদের’, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলায় পাল্টা জবাব কুণালের

 

শনিবার সাংবাদিক বৈঠক করে নির্যাতিতার মা-বাবাকে নিশানা করেন কুণাল। তিনি বলেন, "কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন ওঁরা? মুখ্যমন্ত্রীর পুলিশ তো ২৪ ঘণ্টার মধ্যে দোষীকে ধরেছে! তাঁরা কিছু অন্ধ, তৃণমূল বিরোধী, বাম-অতিবাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে সমানে অবস্থান বদলে চলেছেন।"

কুণাল আরও বলেন, "আমরা বিস্মিত, মেয়ের মৃত্যুতে যে বাবা-মার বুক ভেঙে গিয়েছে, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক-একদিন এক-এক রকম বিবৃতি দিয়ে যাওয়া কী করে হতে পারে! আমরা কান্নার ছবি দেখতে পেলাম না, বুকফাটা আর্তনাদের যে ছবি দেখে থাকি... প্রথম দিন থেকে ইস্পাত কঠিন ভাবে এঁরা সাংবাদিকদের নানা কথা বলে গেলেন। কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী, তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার মা-বাবা। পূর্ণ সম্মান দিয়েই বলছি।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola