RG Kar News: 'ক্যালেন্ডারে ৩মাস পার, কী পেলাম,কী পেলাম না ?'মুখ খুললেন জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার

Continues below advertisement

ABP Ananda Live: আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল। 'ক্যালেন্ডারে ৩ মাস পার, কী পেলাম,কী পেলাম না ? ', RG কর কাণ্ডে মুখ খুললেন জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার।

'অভয়ার ন্যাবিচার ফিরিয়ে আনা পর্যন্ত এবং আরও একটা অভয়া যাতে না হয় সেটা সুনিশ্চিত করার আগে অবধি আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়ব না। জুনিয়র ডাক্তাররা ছাড়বে না, সিনিয়র ডাক্তাররা ছাড়বে না সাধারণ মানুষও ছাড়বে না যতক্ষণ না বিচার চেয়ে নিতে পারছি', মন্তব্য জুনিয়র ডাক্তারের।

আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তাররা।  জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল। একহাতে সংবিধান, একহাতে ন্যায়ের প্রতীক নিয়ে মিছিল। বিচারের দাবিতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত জনজোয়ার। ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকে 'জনতার চার্জশিট'। মেডিক্যাল কলেজগুলিতে 'দ্রোহের গ্যালারি'।

জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক দেওয়া হয়েছে। এসএসকেএম চত্বরে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে দ্রোহের গ্যালারি। মেডিক্যাল কলেজ এবং আর জি কর চত্বরেও তৈরি হয়েছে অভয়া গ্যালারি। আর জি কর চত্বরেও হয়েছে প্রদর্শনীর আয়োজন। গত তিনমাস আন্দোলনের গতিপ্রকৃতি সংক্রান্ত ছবি, পোস্টার দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের দাবি আন্দোলন থেকে তাঁরা যে সরে আসেননি সেকথা বোঝাতেই এই দ্রোহের গ্যালারি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram