RG Kar Protest: 'দরকার পড়লে আবার আমি বসব অনশনে', বললেন পুলস্ত্য আচার্য | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: 'যেটুকু শারীরিক অসুস্থতা সেটুকু কাটিয়ে যেটুকু দুর্বলতাকে সরিয়ে রাখা যায় মন ও শরীর থেকে সেটুকু সরিয়ে রেখে আবার যাঁরা অনশন মঞ্চ থেকে উঠে যেতে বাধ্য হয়েছিলাম তাঁরা আবার ফিরব। আমরা কিন্তু ফেরার রাস্তাতেই আছি। আমি অন্দোলন মঞ্চে যেতে চাইছি, হয়ত আন্দোলন মঞ্চে আমায় বসতে দেবে না এই মুহূর্তে, কিন্তু দরকার পড়লে আবার আমি বসব অনশনে', বললেন পুলস্ত্য আচার্য।

ধর্মতলার ধর্নামঞ্চে এলেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব।  জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন মুখ্যসচিব এব স্বরাষ্ট্রসচিব। অনশনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন মুখ্যসচিব এব স্বরাষ্ট্রসচিব। বেরোবে কি কোনও সমাধান সূত্র ? সেদিকেই তাকিয়ে সকলে। অনশনের প্রায় ২ সপ্তাহ পার করে, শুক্রবারই রাজ্য সরকারকে ঝাঁঝালো বার্তা দিলেন জুনিয়র ডাক্তাররা। এরপরই শনিবার ধর্নামঞ্চে আসেন উচ্চপদস্থরা।

ফোনে অনশনরত জুনিয়র ডাক্তারদের বার্তা দেন মুখ্যমন্ত্রী। 'আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। বেশিরভাগ দাবিই পূরণ করেছি। প্রথমে ৫টি দাবির মধ্যে ৪টি দাবিই পূরণ করা হয়েছিল। শুধু স্বাস্থ্যসচিবকে সরাতে পারিনি'। সময় চাইলেন মুখ্যমন্ত্রী। ফোনে এদিন আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় আন্দোলনকারীদের। তারপর মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, 'যতটুকু করা সম্ভব, কথা দিচ্ছি নিশ্চয় করব'  । এরপর ফের জুনিয়র ডাক্তারদের নবান্নে আলোচনার জন্য ডাকেন মুখ্যমন্ত্রী

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram