Kunal Ghosh: 'অভয়ার বাবা-মায়ের আবেগকে রাজনৈতিক উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে', আক্রমণ কুণালের
ABP Aanda Live: 'এরা ২ দিন আগে বলতেন ফাঁসি চায়, আজকে বলছেন ফাঁসি চাই না বিচার চাই। কার বিচার, সঞ্জয় রায়ের? কী বিচার? যে বিচারটা শেষ হয়ে তার যাবজ্জীবন হয়েছে এবং মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি চাই। এরপর অভয়ার পরিবার বিচার চাই বলে আবার পথে নামছেন। বিচার তো শেষ হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে। আমরা ফাঁসি চাই। এখন এরা বলছেন ফাঁসি চাই না। একদম বন্ধ তৃণমূল রাজনীতি করার জন্য কয়েকটা রাজনৈতিক দল,রাজনৈতিক শক্তি অভয়ার বাবা-মায়ের আবেগকে বিভ্রান্ত করে তাঁরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাহায্য নিয়ে এই ধরনের ২-৪টে প্রোগ্রাম করছে। সিবিআই তদন্তে আসা উচিত'। বললেন কুণাল ঘোষ।
চিকিৎসক ধর্ষণ-খুনের ৬ মাস। নিহতের জন্মদিনে ফের পথে অভয়া মঞ্চ। বিচারের দাবিতে অভয়ার জন্মদিনে আর জি কর-চলো অভিযান। আর তাতেই ফের ধুন্ধুমার কাণ্ড। হাসপাতালে ঢোকার মুখে আটকায় কেন্দ্রীয় বাহিনী। কলকাতা পুলিশের সঙ্গে বাকযুদ্ধে জড়ান আন্দোলনকারীরা। অনড় ছিলেন চিকিৎসকরা। দীর্ঘক্ষণ বচসার পর ঢোকার অনুমতি দেয় তারা।
৯ অগাস্ট থেকে ৯ ফেব্রুয়ারি, ৬ মাস পেরিয়ে গেছে। তবে শুকোয়নি ক্ষত। নিহত চিকিৎসকের জন্মদিনে রবিবার কলেজ স্কোয়ার থেকে অভয়ামঞ্চের ডাকে মিছিলে সামিল হয়েছিলেন তাঁর মা-বাবাও। সেই মিছিল আর জি কর মেডিক্য়ালে পৌঁছলে আন্দোলনকারীদের বাধা দেয় CISF ও কলকাতা পুলিশ। এরপরই বাকবিতণ্ডা শুরু হয়। অভয়া মঞ্চ আহ্বায়ক চিকিৎসক তমোনাশ চৌধুরী বলেন, "আমরা হাসপাতালে কোনও বিশৃঙ্খলা চাই না। কোনও দিক থেকে প্ররোচনা আছে বিশৃঙ্খলা সৃষ্টি করার। সেই প্ররোচনাতে কোনওভাবে কেউ পা দেবেন না। আমরা আপাতত এই বেলগাছিয়া রোডে অপেক্ষা করব। কিন্তু আমরা আমাদের মেয়ের জন্মদিনে তাঁকে আমরা স্মরণ করব।''