RG Kar News:ধর্মতলা থেকে ধর্না তুলতে জুনিয়র চিকিৎসকদের ইমেল কলকাতা পুলিশের।কী হবে আন্দোলনের ভবিষ্যৎ?
RG Kar News: ধর্মতলা থেকে ধর্না তুলতে জুনিয়র চিকিৎসকদের ইমেল কলকাতা পুলিশের। কী হবে আন্দোলনের ভবিষ্যৎ? গতকাল থেকেই বিচারের দাবিতে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ। দাবি না মানলে আমরণ অনশনের হুঁশিয়ারি।
'আর জি কর করে দেব', এবার হুমকি তৃণমূল নেতার! হাওড়ায় রেড ক্রস সোসাইটিতেও তৃণমূল নেতার 'হুমকি'। হাসপাতালের পরিচালন কমিটির বেদখল হতেই 'হুমকি'। 'দলবল নিয়ে হাসপাতালে চড়াও হয়ে তৃণমূল নেতার হুমকি'। '১ অক্টোবর থেকে রেড ক্রস সোসাইটির হাসপাতালে নতুন পরিচালন কমিটি'। 'দলবল নিয়ে আর জি কর করে দেওয়ার হুমকি দেন তৃণমূল নেতা সুরজিৎ সাহা'। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ হাসপাতালের কর্মী-কো অর্ডিনেটরের। 'ভ্যাকসিনের জন্য হাজার টাকা চাওয়ার প্রতিবাদ করলে ধাক্কা মারা হয়'। হুমকির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূল নেতা সুরজিৎ সাহার। 'হাওড়া রেড ক্রস সোসাইটিতে কমিটিতে বিজেপি ঘনিষ্ঠরা'। তার জেরেই হাসপাতালে গিয়ে তৃণমূল নেতার হুমকি বলে অভিযোগ। কমিটিতে এখনও আছি, হুমকি নিয়ে কিছু না জানার কথা বলে দাবি হাওড়া পুরসভার প্রশাসকের।