RG Kar News: 'আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই', স্লোগান তুলে ফের সিজিও অভিযান, পথে নামলেন মহিলারা

Continues below advertisement

ABP Ananda Live: আজ ফের আর জি কর মামলা শুনবে সুপ্রিম কোর্ট। তার আগের দিন, দ্রুত বিচার চেয়ে পথে নামলেন, আর জি কর হাসপাতালের প্রাক্তনীরা। অন্য়দিকে, CBI-এর ওপর চাপ বাড়াতে এবং চার্জশিটে, বাকি অপরাধীদের নাম যুক্ত দাবিতে, ঘটনার সাতাশি দিনের মাথায়, আজ CGO কমপ্লেক্স অভিযান করল মহিলা সংগঠন।

আর জি করকাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের নিশানা করতে গিয়ে, দলেরই একাংশের সমালোচনা করলেন সৌগত রায়। প্রতিবাদী মানুষের রাস্তায় নামা প্রসঙ্গে তৃণমূল সাংসদ বললেন, কারও স্বাস্থ্য়, কারও আবার তোলাবাজি নিয়ে অভিযোগ ছিল, অভয়াকাণ্ডে সেগুলোই একসঙ্গে ফুটে উঠেছে। দলের একাংশের সমালোচনা করে সৌগত রায়ের মন্তব্য়, এতদিন ক্ষমতায় থেকে আমাদের লোকরা পৌরসভা ও পঞ্চায়েতের দায়িত্বে ঢুকে গেছে, কারণ 'অ্যাবসোলিউট পাওয়ার, কোরাপ্ট অ্যাবসোলিউটলি'। আন্দোলন যখন থাকে না, তখন কমিটমেন্ট কমে যায়। কারণ বই পড়িয়ে কিম্বা ক্লাস করিয়ে, তৃণমূল দল তৈরি করে না। আর কমিটমেন্ট না থাকার জন্য়ই, তখন লোকে পোস্ট কিম্বা পজিশন পেতে উদ্য়োগী হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram