RG Kar: মানুষ কিন্তু দেখিয়ে দিচ্ছে যতই দেরি হোক না কেন রাস্তা তাঁরা ছাড়বে না: পিয়া চক্রবর্তী
ABP Ananda LIVE: 'এতদিন হয়ে গেল, মানুষ কিন্তু দেখিয়ে দিচ্ছে যতই দেরি হোক না কেন রাস্তা তাঁরা ছাড়বে না। পুজোর উৎসবের আমেজ এবারে অন্যবারের তুলনায় কম। মানুষ এই বিষয়টা নিয়ে বেশি মন দিচ্ছেন অন্য বিষয়ের থেকে। কে কীভাবে প্রতিবাদ করছে এটা আমি জানিনা। যাঁরা রাস্তায় নেমেছেন তাঁদেরকে আমরা দেখতে পাচ্ছি, যাঁরা নামেননি তাঁরা হয়ত অন্য কোনওভাবে প্রতিবাদ করছে', পিয়া চক্রবর্তী।
ফের ১০ দফা দাবি জানিয়ে পূর্ণ কর্মবিরতির ঘোষণা জুনিয়র ডাক্তারদের। দ্রুত স্বচ্ছতার সঙ্গে নির্যাতিতার ন্যায়বিচার সুনিশ্চিত করা, স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্যমন্ত্রককে নেওয়ার দাবি জানিয়ে প্রেজ রিলিজে উল্লেখ জুনিয়র ডাক্তারদের। অন্য়দিকে, রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্য়াল কলেজে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা, ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করার দাবি জানালেন তাঁরা। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে, হাসপাতালগুলিতে সিসিটিভি ক্য়ামেরা, অন কল রুম, বাথরুমের সঙ্গে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করার দাবি জুনিয়র ডাক্তারদের। এছাড়াও, হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়ানো, সিভিক ভলান্টিয়ারের বদলে স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশকর্মী নিয়োগ করার দাবি তোলা হয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে।