RG Kar News: আজ সন্ধেয় সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক জুনিয়র ডাক্তারদের, পরবর্তী কী পদক্ষেপ?

Continues below advertisement

ABP Ananda Live: আজ সন্ধেয় সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক জুনিয়র ডাক্তারদের। সন্ধে ৬টায় কলকাতা মেডিক্যালে ,সিনিয়র ও জুনিয়র জাক্তারদের বৈঠক। বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের অনশনের আজ ১৪দিন। পরবর্তী কী পদক্ষেপ? কোন পথে মিলবে সমাধান? 

কুণাল ঘোষের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুললেন বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। 'অনেকেই জুনিয়র ডাক্তারদের বোড়ে হিসেবে ব্যবহার করতে চাইছেন। অচলাবস্থা কাটানোর উপায় খুঁজতেই বৈঠক। কোর্টের মাধ্যমে সমাধান সময় সাপেক্ষ। জট কাটাতে আলোচনাই একমাত্র পথ। স্বাস্থ্য দফতরের সর্বোচ্চ স্তরে বার্তা পৌঁছে দেওয়াই লক্ষ্য। এমন কিছু করবেন না যাতে আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হয়।' জুনিয়র ডাক্তারদের বার্তা দিয়ে পোস্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের। ৪৮ ঘণ্টার ডেডলাইন পার, ডাক্তারদের দাবিতে সাড়া দেয়নি কলকাতা পুরসভা। পুজো কার্নিভাল থেকে চিকিৎসক তপোব্রত রায়কে আটকের নিন্দা করেনি পুর কর্তৃপক্ষ। কলকাতা পুলিশের তরফে দুঃখপ্রকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়নি। পুর কর্তৃপক্ষ দাবি না মানায় এবার প্রতীকী অনশনে যোগ দেবেন পুরসভার ডাক্তাররাও। 'প্রতীকী অনশনকারী' ব্যাজ পরেই ধর্মতলার মঞ্চে যাবেন পুরসভার ডাক্তাররা। তপোব্রত রায়কে আইনি সাহায্য করারও সিদ্ধান্ত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram