RG Kar Case: কীভাবে ওই নৃশংস ঘটনা ঘটিয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয়?

ABP Ananda Live: শিয়ালদা আদালতে সিবিআই-এর জমা দেওয়া রিপোর্টের ছত্রে ছত্রে উল্লেখ করা হয়েছে, কীভাবে ওই নৃশংস ঘটনা ঘটিয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সিসি ক্য়ামেরা ফুটেজের পাশাপাশি ঘটনার দিন সঞ্জয়ের মোবাইল ফোনের লোকেশনও ওই সময়ে আর জি কর মেডিক্যালেই ছিল। নিহতের শরীর থেকে সংগৃহীত লালা ও ঘটনাস্থলে পাওয়া চুলের নমুনাও মিলে যায় সঞ্জয়ের নমুনার সঙ্গে। পাশাপাশি অভিযুক্তর জিন্স ও জুতোয় যে রক্তের দাগ পাওয়া যায়, তাও ওই চিকিৎসকের বলেই ফরেন্সিক রিপোর্টে প্রমাণ মেলে।

আর জি কর মামলায় দোষী সাবস্ত্য সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। পাশাপাশি তিনি এও বলেছেন, আর জি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। এই রায় এবং বিচারকের মন্তব্য প্রসঙ্গে কী বলছেন অভিনেতা বাদশা মৈত্র এবং অভিনেত্রী দেবলীন দত্ত... 

আর জি কর মামলায় রায় প্রসঙ্গে অভিনেতা বাদশা মৈত্র বলেছেন, 'নির্যাতিতার পরিবার এবং আমার বিশ্বাস রাজ্যের কোনও মানুষই খুশি নন। তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে, তদন্তে কী কী ঘটনা তুলে এনেছে, কীভাবে তদন্ত প্রক্রিয়া চালিয়েছে, তার ভিত্তিতে একজন বিচারক সিদ্ধান্ত নেন। আমার প্রশ্ন সিবিআই- এর কাছে তারা তাদের তদন্তে কী করেছে? তাদের তদন্তে যে এতগুলো কেন, নির্যাতিতার মা-বাবা যে এতগুলো প্রশ্ন করেছেন, তার উত্তর সিবিআই দিতে পারেনি। সিবিআই কী তদন্ত করল যে বিচারক এরকম নৃশংস ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলতে পারলেন না। আগামী দিনে সিবিআইকেই উত্তর দিতে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola