RG Kar Case: 'মেয়ের ন্যায়বিচার যেন পাই, আর যেন ঘুরতে না হয়', বললেন নির্যাতিতার বাবা
ABP Ananda Live: হয়রানিই হয়েছে, এখনও মেলেনি মেয়ের ডেথ সার্টিফিকেট। CBI-কে বলব তদন্ত ঠিক করে করুন। 'মেয়ের ন্যায়বিচার যেন পাই, আর যেন ঘুরতে না হয়', বললেন নির্যাতিতার বাবা।
হুমায়ুন কবীরকে শোকজ, শোকজের জবাব নিয়ে বৈঠক বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির । সূত্রের খবর, ভরতপুরের তৃণমূল বিধায়কের জবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলারক্ষা কমিটি।দলের শৃঙ্খলাভঙ্গ করিনি, শুভেন্দু নিয়ে মন্তব্য দলের ব্যাপার নয়, জাতের ব্যাপার, শোকজের জবাব উল্লেখ হুমায়ুন কবীরের। এই বক্তব্যেই আপত্তি বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির। একজন বিধায়ক কখনও নিজেকে কোনও জাতের প্রতিনিধি হিসাবে তুলে ধরতে পারেন না, এই ধরণের মন্তব্য সংবিধান বিরোধী বলে মনে করছে শৃঙ্খলারক্ষা কমিটির। যদিও 'ঠুসো' মন্তব্য প্রসঙ্গে হুঙ্কার হুমায়ুন কবীরের। বললেন, 'শো কজে আমি ভয় পাই না'!
Tags :
RG Kar Medical College Kolkata Doctor Death News Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape Kolkata Rape Murder Details Kolkata Rape Murder