RG Kar News: 'পশ্চিমবঙ্গ সরকার পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে', সোশাল মিডিয়ায় পোস্ট কিরেন রিজিজুর

Continues below advertisement

ABP Ananda LIVE: বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশ রাজ্যের, মুখ্যমন্ত্রীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন কেন্দ্রীয় আইনমন্ত্রীর। 'কঠোর আইন প্রয়োজনীয়, কিন্তু কড়া পদক্ষেপ আরও জুরুরি'। 'পশ্চিমবঙ্গ সরকার পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে'। ২০২১ সালে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি তুলে ধরে সোশাল মিডিয়ায় পোস্ট কিরেন রিজিজুর। 'রিজিজুর সুরে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্জদু অধিকারীরও'। 'মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের মুখোশ খুলে দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী'। 'রাজ্যে ফাস্ট ট্রাক কোর্ট ও পকসো কোর্ট গড়ে তুলতে সরকারের ঢিলেঢালা মনোভাব স্পষ্ট  করেছেন কিরেন রিজিজু'। 'চিঠি লেখা সত্ত্বেও মহিলা ও শিশুদের দ্রুত বিচারের বিষয়টি এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী'। 

 

মমতা আজ জানান, ধর্ষণ একটি ব্যাধি। এই ব্যাধি সারাতে হবে। কিন্তু গোটা দেশে ধর্ষণের ঘটনায় সাজার হার অত্যন্ত কম। এত সাহস পাচ্ছে কোথা থেকে ধর্ষকরা, প্রশ্ন তোলেন মমতা। এর কারণ উপলব্ধি করতে হবে বলে জানান তিনি। মমতা জানিয়েছেন, ২০২২ সালের পরিসংখ্যান বলছে, গোটা দেশে ধর্ষণের ঘটনায় ৭৬ শতাংশ ক্ষেত্রে পুলিশ চার্জশিট জমা দিয়েছে। কিন্তু মাত্র ২.৬ শতাংশ ক্ষেত্রেই অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে। অর্থাৎ সমস্যা রয়েছে, সেটা মানতে হবে বলে মত মমতার। আর জি করের ঘটনায় বাংলাকে বদনাম করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি বলেন, "বাংলাকে আজ যাঁরা বদনাম করছেন, বাংলার সম্মান নিয়ে ভাবুন। বাংলা মাকে বদনাম করলে, আপনার গায়েও লাগবে, আমার গায়েও লাগবে। আপনারা আমাকে যেভাবে অসম্মান করেছেন, আমরা কিন্তু প্রধানমন্ত্রীকে করিনি।" তাঁর সরকার কেন্দ্রীয় আইনের ফাঁকগুলি পূরণে উদ্যোগী হয়েছে বলে জানান মমতা। বিরোধীরা যেভাবে তাঁর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন, উত্তরপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, মহারাষ্ট্রে একের পর এক ঘটনায় প্রধানমন্ত্রীর পদত্যাগ ক'জন চেয়েছেন, প্রশ্ন তোলেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram