RG Kar: 'জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড়'। লাইভ স্ট্রিমিং নয়', মন্তব্য মুখ্যসচিবের

Continues below advertisement

ABP Ananda LIVE: হস্পতিবার দুপুরে ফের জুনিয়র ডাক্তারদের চিঠি দেন মুখ্যসচিব। ১৫ জনকে নিয়ে নবান্নে বৈঠকে যোগ দিতে আহ্বান জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানান মুখ্য়সচিব। কিন্তু বৈঠকের সরাসরি সম্প্রচার চেয়ে যে দাবি জানিয়েছিলেন, তা মানা সম্ভব নয় বলে জানিয়ে দেন মুখ্য়সচিব। তবে ভিডিও রেকর্ডিং চলতে পারে বলে জানান। (RG Kar Case) রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের স্নায়ুযুদ্ধ চরমে। লাইভ স্ট্রিমিং না হলে বৈঠকে যাব না, জানালেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপির। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে বেরিয়ে এলেন সরকারের শীর্ষ কর্তারা। 'মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়, এখন কেন হবে না?' স্বচ্ছতার স্বার্থে নবান্নে বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ে অনড় জুনিয়র চিকিৎসকরা। নবান্ন সভাঘরে উপস্থিত মুখ্যমন্ত্রী। 'জুনিয়র ডাক্তারদের ৩২ জনের প্রতিনিধিকেই আমরা বৈঠকে যোগ দিতে অনুমতি দিয়েছিলাম'। 'কিন্তু জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড়'। 'লাইভ স্ট্রিমিং নয়, আমরা পুরো বৈঠকের ভিডিওগ্রাফির জন্য প্রস্তুত'। 'মুখ্যমন্ত্রী বিকেল ৫টা থেকে অপেক্ষা করছেন'। আমরা খোলা মনে আলোচনা চাইছি, মন্তব্য মুখ্যসচিবের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram