RG Kar News:যখন কোনও গণআন্দোলন হয়, শাসক-বিরোধী সকলেই চেষ্টা করে সেই আন্দোলনকে অসম্মান করতে: পরমব্রতর

Continues below advertisement

ABP Ananda LIVE: 'যখনই কোনও গণআন্দোলন হয়, বিশেষ করে সেটা যখন সাধারণ মানুষে করে এবং সেটা যখন কোনও রাজনৈতিক রং লাগতে না দেয়। তাঁদের নিজেদের মধ্যে আলাদা আলাদা রাজনৈতিক অভিমত থাকতে হবে। সরাসরি কোনও রাজনৈতিক ছাতার তলায় না এসে যখন একটা বড় জনগোষ্ঠী আন্দোলন করে এবং সেটা যখন সফল হতে থাকে তখন শাসক-বিরোধী সকলেই চেষ্টা করে সেই আন্দোলনকে অসম্মান করতে', মন্তব্য পরমব্রতর।

কেন্দ্রের বিরুদ্ধে ফের পরিকল্পিত ভাবে বাংলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, না জানিয়ে সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ইচ্ছা করে এই জল ছাড়া হয়েছে। নিম্নচাপের বৃষ্টির জেরে DVC জল ছাড়ায় প্লাবিত হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশ। প্লাবিত নিম্ন দামোদর অববাহিকার একাধিক গ্রাম। এদিকে প্রায় প্রতিবছরই এই পরিস্থিতির মুখোমুখি হয় বাংলা। যার জন্য অতীতেও 'ম্যানমেড বন্যা' বলেই কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। আর আজ এই আবহে প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে সরাসরি পুরশুড়ায় পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী । এবারেও না জানিয়ে জল ছাড়ার অভিযোগ ! তিনি বলেন, 'সাড়ে ৩ লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে। এত জল জীবনেও ছাড়েনি। ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে, নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram