RG Kar Protest: বেহালার সখেরবাজারে রাত দখল কর্মসূচির আয়োজকদের নোটিস পাঠাল ঠাকুরপুকুর থানা।

Continues below advertisement

ABP Ananda LIVE: বেহালার সখেরবাজারে রাত দখল কর্মসূচির আয়োজকদের নোটিস পাঠাল ঠাকুরপুকুর থানা। যেখানে জামিন অযোগ্য ধারা সহ ৩টি ধারায় FIR রুজু করা হয়েছে বলে আয়োজকদের দাবি। আন্দোলনকারীদের দাবি, পুলিশকে জানিয়েই বেহালার সখেরবাজারে ৪ তারিখের রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছিল। ভয় দেখাতেই এখন নোটিস পাঠিয়েছে পুলিশ। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, যেহেতু এটা জাতীয় সড়ক তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

: টানা বর্ষণে প্লাবিত দক্ষিণবঙ্গের জেলা থেকে জেলা। আর এই বন্যার জেরে সবজি বাজারে আগুন লেগেছে। চাষের জমিতে হাঁটু সমান জল জমে গিয়েছে । এর ফলে অনেক জায়গাতেই মাঠের ফসল মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। ফলে পুজোর আগে মাথায় হাত চাষি ও সবজি ব্যবসায়ীদের। বাধ্য হয়েই চড়া দামে বিক্রি করতে হচ্ছে সবজি - ফল। হাওড়া পাইকারি সবজি বাজারে অধিকাংশ সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে । টান পড়েছে ক্রেতাদের পকেটে। জলের তলায় ঘাটালের একের পর এক এলাকা। রাস্তা যেনও নদী। বাঁধ উপচে ঢুকছে জল। প্লাবিত ঘর-বাড়ি থেকে স্কুল, দোকানপাট। কোথাও কোথাও এখনও দোতলা পর্যন্ত জল। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শহরে নেমেছে ডিঙি, নৌকা। পঞ্চায়েত এলাকার অবস্থা আরও শোচনীয়। জলবন্দি বহু মানুষ। এদিন প্রায় বুক সমান জলে দাঁড়িয়ে নিউজ কভার করলেন এবিপি আনন্দ- র রিপোর্টার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram