RGKar:এমারজেন্সিসহ সমস্ত বিভাগ চালু আছে।সিনিয়র চিকিৎসকেরা দায়িত্ব নিয়ে কাজ করছেন:আন্দোলনকারী চিকিৎসক
Continues below advertisement
ABP Ananda LIVE: '৯ আগস্ট পর থেকে কেটে যাওয়ার প্রত্যেকটা মিনিটে আমরা অনুভব করছি বিচারে দেরি হচ্ছে। এবং যারা এই বিচার পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে তাঁদেরকে অপসারণ না করলে আমাদের ন্যায়বিচার পাওয়ার দিকে আমরা এক পা এগিয়েছি বলে আমরা মনে করছি না। প্রত্যেকটি কলেজে এমারজেন্সিসহ সমস্ত বিভাগ কিন্তু চালু আছে। সিনিয়র চিকিৎসকেরা বার্তি দায়িত্ব নিয়ে কাজ করছেন। আমরাও কাজে যোগদান করতে চাইছি। কিন্তু বিচার চাওয়ার প্রশ্নে যারা বাধা সৃষ্টি করছে তারা যদি সক্রিয় থাকে তাহলে কীভাবে আমরা ফিরব, কীভাবে আমরা সুরক্ষিত অনুভব করব। CISF দিয়ে আর জি করকে মুড়ে দিয়ে আমাদের নিরপত্তা নিশ্চিত করা কীভাবে সম্ভব যদি আসল অপরাধীদের আড়াল করার জন্য ভিতরেই কোনও চক্র সক্রিয় থাকে এবং তাতে পুলিশি মদত থাকে। এই কারণেই আমাদের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে', বললেন আন্দোলনরত চিকিৎসক।
Continues below advertisement
Tags :
RG Kar Medical College Kolkata Rape Murder Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape Kolkata Rape Murder Details