RG Kar Doctor Death: আর জি করের আঁচ লাগল কলকাতা পুরসভায়। উত্তপ্ত হয়ে উঠল মাসিক অধিবেশন

ABP Ananda LIVE: আর জি করের আঁচ লাগল কলকাতা পুরসভায়। উত্তপ্ত হয়ে উঠল মাসিক অধিবেশন। বিরোধী কাউন্সিলরদের দাবি মেনে পাঠ করা হল শোকপ্রস্তাব, ২ বার হল নীরবতা পালন। মুলতুবি প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় ওয়াকআউট করলেন বিজেপি কাউন্সিলররা। ব্যানার হাতে বিক্ষোভ বাম ও কংগ্রেসের। রাজনীতি করছে বিরোধীরা, পাল্টা জবাব দিলেন মেয়র।

এবার অভিষেককে রাজ্য প্রশাসনে আসার দাবি ডায়মন্ড হারবারের একাধিক তৃণমূল নেতার। 'আসুক দাদা, ফিরুক স্বচ্ছতা, সুষ্ঠু প্রশাসন, করবে সুশাসন, বেহাল দশা, দেখাবে দিশা'। আর জি কর-কাণ্ডের মধ্যেই পোস্ট ডায়মন্ড হারবারের একাধিক তৃণমূল নেতার। ডায়মন্ড হারবারের একাধিক তৃণমূল নেতার পোস্ট ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি। শাসন ব্যবস্থায় আসুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাবি তৃণমূল নেতার। অভিষেকের সুশাসনেই এগোবে রাজ্য, মন্তব্য ডায়মন্ড হারবারের তৃণমূল নেতার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola