RG Kar News: 'বর্তমান শাসক সমাজ ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করছে', আক্রমণ সমীর আইচের
ABP Ananda LIVE: অপব্যবহার যদি দেখতে হয় তা হচ্ছে বর্তমান শাসক সমাজ ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করছে, আক্রমণ সমীর আইচের। রাতে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা', রাত দখলের কর্মসূচিকে কটাক্ষ তৃণমূলের মন্ত্রীর । 'রাতে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা', রাত দখলে যোগ দেওয়া মেয়েদের কটাক্ষ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের।
কেন্দ্রের বিরুদ্ধে ফের পরিকল্পিত ভাবে বাংলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, না জানিয়ে সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ইচ্ছা করে এই জল ছাড়া হয়েছে। নিম্নচাপের বৃষ্টির জেরে DVC জল ছাড়ায় প্লাবিত হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশ। প্লাবিত নিম্ন দামোদর অববাহিকার একাধিক গ্রাম। এদিকে প্রায় প্রতিবছরই এই পরিস্থিতির মুখোমুখি হয় বাংলা। যার জন্য অতীতেও 'ম্যানমেড বন্যা' বলেই কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। আর আজ এই আবহে প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে সরাসরি পুরশুড়ায় পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী । এবারেও না জানিয়ে জল ছাড়ার অভিযোগ ! তিনি বলেন, 'সাড়ে ৩ লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে। এত জল জীবনেও ছাড়েনি। ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে, নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য।'