Santanu Sen: RG কর কাণ্ডে বিস্ফোরক শান্তনু,TMC মুখপাত্রের পর সরানো হল স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকে
RG Kar Update: কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকে সরানো হল শান্তনুকে, আরজি করের ঘটনায় মুখ খোলায় ব্যবস্থা? ইতিমধ্যে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফিরহাদ হাকিম অবশ্য জানিয়েছেন এমন কোন পদ কলকাতা পুরসভাতে ছিল না। প্রসঙ্গত, কয়েকদিন আগে তৃণমূল তাদের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছিল শান্তনুকে। আর জি কর কাণ্ডে তৃণমূল নেতা কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেকের ছবি দিয়ে পোস্ট কুণাল ঘোষের। দোষীদের ফাঁসির দাবি জানানোর পাশাপাশি বিরোধীদের চক্রান্তের প্রসঙ্গ পোস্টে। এসব রুখতে লড়াইতে সেনাপতি অভিষেককেও সক্রিয়ভাবে সামনে চাই, পোস্ট কুণালের। 'আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে' কুণাল ঘোষের পোস্টে রাজনৈতিক মহলে জল্পনা। আরও খবর, RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় CBI-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গতকাল সন্দীপকে নাটকীয়ভাবে মাঝরাস্তা থেকে CGO কমপ্লেক্সে নিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা।