RG Kar Doctor Death: বাবা-মাকে দেহ দেখতে না দিয়ে বাধা, আর জি করের সেই সেমিনার রুমে বহিরাগতরা!

Continues below advertisement

ABP Ananda Live: ভাইরাল ভিডিও ভয়ানক।  ৯ তারিখ এই ঘটনা ঘটার পর পুলিশের উচিত ছিল পুরো সেমিনার রুমকে ঘিরে দেওয়া।  তদন্তকারী অফিসার ছাড়া সেখানে আর কেউ যেতে না পারে।  আমরা দেখছি সেখানে একজন পুলিশ অফিসার রয়েছেন।  ঘটনার খবর পাওয়ার পর পুলিশ আসতে দেরি হওয়ার কথা নয় কারণ আরজি করের মধ্যেই পুলিশ ফাঁড়ি রয়েছে। ফলে সেখানে দেখা যাচ্ছে পুলিশ ফাঁড়ির অফিসার সেখানে এসে পৌঁছেছে । কিন্তু প্রশ্ন হচ্ছে এসেই তিনি কেন প্রথমে সপ্ট টাকে ঘিরে দেননি? কেন সেমিনার রুমের মধ্যে এত লোক ঢুকবে? সেখানে হাসপাতাল কর্তপক্ষের লোক দেখা যাচ্ছে, তাঁরাই বা কেন কোনও পদক্ষেপ নেয়নি? বাইরের লোককেও সেখানে দেখা গিয়েছে। পুলিশের উপস্থিতিতে কেন এত লোক আসবেন?, মন্তব্য এবিপি আনন্দের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর অতনু হালদারের ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram