RG Kar News: 'ওদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, তাই আজকের মিটিংয়ে ডাকা হয়েছিল', বললেন সুদীপ্ত রায়

ABP Ananda Live: 'উনি আবেদন করেছিলেন এবং বলেছিলেন যে আমাদের বিরুদ্ধে কোনও কেস নেই, তুলে নেওয়া হয়েছে তাই অভীক দে আজকের মিটিংয়ে এসেছিল', বললেন সুদীপ্ত রায়। 

আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলায় ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত, সশরীরে হাজিরার নির্দেশ।

'আর জি করকাণ্ডে দ্বিতীয়বারের জন্য CFSL করতে ৫টি DVR ও ৫টি হার্ড ডিস্ক পাঠানো হয়েছিল, রিপোর্ট এসেছে। রিপোর্ট খতিয়ে দেখা চলছে', আদালতে জানাল সিবিআই। 'CFSL রিপোর্টে তথ্য নষ্ট হয়েছে কিনা জানানো হয়নি। DVR থেকে কিছু DELETE করলে EXTRACTION করা যায়। দুর্নীতি মামলায় চার্জশিট দিলেও মামলা নিয়ে কিছু জানায়নি সিবিআই', আদালতে সওয়াল সন্দীপ ঘোষের আইনজীবীর

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola