Suvendu Adhikari: নবান্ন অভিযানের ডাক দিতে আর জি কর মেডিক্যালের নির্যাতিতার বাবাকে আবেদন শুভেন্দুর

Continues below advertisement

ABP Ananda LIVE: এবার নবান্ন অভিযানের ডাক দিতে আর জি কর মেডিক্যালের নির্যাতিতার বাবাকে আবেদন শুভেন্দুর। 'নির্যাতিতার বাবাকে আসতে হবে না, আমরা জাতীয় পতাকা নিয়ে যা করার করে দেব'। 'রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে নবান্ন অভিযানের ডাক দিতে পারছি না'। 'নিহত চিকিৎসকেরা বাবা অভিযানের ডাক দিলে বাকিটা আমরা করে দেব'। বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধীকারীর। 

রণক্ষেত্র বাইপাস, কাদাপাড়ায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ। যুবভারতীর সামনে জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। ডার্বি ভেস্তে গেলেও যুবভারতীর সামনে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। আর জি কর কাণ্ডে বিচার চেয়ে পথে ময়দানের তিন প্রধানের সমর্থকরা। ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহমেডান সমর্থকদের জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, জানাল ডুরান্ড কমিটি। ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হবেন দুই প্রধানের সমর্থকরা।  রণক্ষেত্র বাইপাস, কাদাপাড়ায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ। ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান সমর্থকদের জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। ডার্বি বাতিলেও যুবভারতীতে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। লাঠিচার্জ করে প্রতিবাদীদের হটিয়ে দেয় পুলিশ। দুই ক্লাবের একাধিক সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হয়। আর জি করের ঘটনায় দিকে দিকে বিক্ষোভ, পথে নামল টলিউড।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram