RG Kar:নবান্ন অভিযান রুখতে টুলকিট তৈরি করে ফেক নিউজ ছড়াতে উদ্যোগী হয়েছে মমতার পুলিশ, দাবি শুভেন্দুর

Continues below advertisement

ABP Ananda LIVRE: 'নবান্ন অভিযান রুখতে টুলকিট তৈরি করে ফেক নিউজ ছড়াতে উদ্যোগী হয়েছে মমতার পুলিশ'। এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর দাবি, 'নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতে হাঁটু কেঁপে গেছে রাজ্য সরকারের'। 'মুখ্যমন্ত্রীর স্নায়ুর চার হ্রাস করতে মাঠে নেমে পড়েছে পুলিশ'। 'মমতার পুলিশ এধরনের অনৈতিক পথ অবলম্বন করছে'। 

আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে একজোট চিকিৎসক-মহল। এই আবহে বিভিন্ন চিকিৎসক সংগঠন ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের বৈঠকে বসার আহ্বান। বৈঠকে বসার আহ্বান জানালেন স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব অনিরুদ্ধ নিয়োগী। সূত্রের খবর, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের নেতৃত্বে এই বৈঠকে থাকবেন স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার। বৈঠকে থাকবেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকও। বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্য ব্যবস্থা ও হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে বৈঠকে আলোচনা হবে। তবে এই বৈঠকে যোগ দেবে কি না, তা এখনও স্পষ্ট করেনি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। আজ ওই সময়েই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার তরফে মিছিলের আয়োজন করা হয়েছে। এক চিঠিতে নিজেদের এই মনোভাবের কথা জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram