Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রী বিধানসভায় যা বলবেন বিনা প্রতিবাদে শুনব', মন্তব্য শুভেন্দুর

Continues below advertisement

ABP Ananda LIVE: বিধানসভায় ধর্ষণবিরোধী কড়া বিল পেশ। বিলকে পূর্ণ সমর্থন বিরোধী দলনেতার। 'বিলকে আইনে পরিণত করার দায়িত্ব রাজ্য সরকারের'। 'আইনে পরিণত করার দায়িত্ব মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর'। 'আমরা যত দ্রুত সম্ভব এই বিল আইনে পরিণত হোক চাই'। 'আমরা কোনও ধরনের বিরোধিতা করব না'। 'মুখ্যমন্ত্রী বিধানসভায় যা বলবেন বিনা প্রতিবাদে শুনব'। 'আর জি কর মেডিক্যালের ঘটনা থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে সরকার'। 'বিপুল জনরোষ, বিক্ষোভ থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে সরকার'।

পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান, শুরু অবস্থান বিক্ষোভ। লালবাজারের অনেক আগেই মিছিল আটকাল পুলিশ। পাল্টা পুলিশকে সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনকারীরা। নিরস্ত্র ডাক্তারদের আটকাতে ব্যারিকেড পুলিশের। আসানসোলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, দিকে দিকে বিজেপির DM অফিস অভিযান। লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা I আরজি কর কাণ্ডে জেলায় জেলায় শাসকের দুয়ারে বিজেপির বিক্ষোভ । আর জি কর কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপির। বর্ধমানে ধুন্ধুমার। কার্জন গেটের কাছে পুলিশের ব্যারিকেড ভাঙলেন বিজেপির নেতা-কর্মীরা। তুমুল ধস্তাধস্তি। আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের পর ২৪ দিন পার। এখনও কিনারা হয়নি সেই রহস্যের। এই প্রেক্ষাপটে আজ লালবাজার অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? প্রশ্ন তুুলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তায় নামছেন জুনিয়র ডাক্তাররা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram