RG Kar Protest: ঢাক-কাঁসর-ধুনুচি নিয়ে গড়িয়া মোড়ে প্রতিবাদ । ABP Ananda Live
ঢাক-কাঁসর-ধুনুচি নিয়ে গড়িয়া মোড়ে প্রতিবাদ। মহালয়ার ভোরে ঢাকের বোলে, গানের সুরে, নাচের তালে জাস্টিস ফর আর জি কর স্লোগান দেন প্রতিবাদীরা।
মহালয়া উপলক্ষ্যে তর্পণকে কেন্দ্র করে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট, উলুবেড়িয়া ঘাটে ভোর থেকে ভিড়। কড়া নিরাপত্তা পুলিশের। ড্রোন উড়িয়েও চলছে নজরদারি। স্পিড বোট এবং লঞ্চে চড়ে নজর রাখছে রিভার ট্রাফিক পুলিশ। প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী। রামকৃষ্ণপুর ঘাটে নিরাপত্তার তদারকিতে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী।
বালিতেও গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ। কড়া নজরদারি চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ।
মহালয়ার দিন ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। এর মধ্যেই কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, ফলতায় তর্পণের উদ্দেশ্যে ভিড় জমেছে। গঙ্গাসাগরে লক্ষাধিক মানুষের জমায়েত।
ভিড় সামাল দিতে প্রস্তুত ব্লক প্রশাসন। আজ দিনভর কাকদ্বীপের লট এইট ও নামখানা জেটি থেকে অতিরিক্ত ভেসেল, লঞ্চ চালানো হবে। সাগরের কচুবেড়িয়া থেকে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে।