RG Kar Doctor Death: বিচার চেয়ে ফের পথে জুনিয়র ডাক্তাররা, SSKM থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল
Continues below advertisement
RG Kar Doctor Death: বিচার চেয়ে ফের পথে জুনিয়র ডাক্তাররা। এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। ১০ দফা দাবি নিয়ে মিছিল জুনিয়র ডাক্তারদের। SSKM থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চিকিৎসকদের। কর্মবিরতি তোলা নিয়ে সিদ্ধান্ত নিতে জুনিয়র চিকিৎসকদের জিবি মিটিং চলে ১০ ঘণ্টা। পূর্ণ কর্মবিরতি তোলার পক্ষেই অধিকাংশক সিনিয়র চিকিৎসক। কর্মবিরতি তোলা নিয়ে আজই সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। মিছিল শেষে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 'We Want Justice' দাবিতে মুখর হয়ে ওঠে এই মিছিল। জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি না মানা হলে তাদের আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে বলেও তারা জানিয়েছেন। মিছিল শেষে আন্দোলনের রূপরেখা কী হবে তা নিয়েও পরিকল্পনা করা হবে জানা গিয়েছে। ABP Ananda
Continues below advertisement
Tags :
Junior Doctors Protest RG Kar Protest RG KAR DOCTOR DEATH KOLKATA NEWS Sskm Junior Doctors Protest