RG Kar Protest: নয় নয় নয় ... রাত ৯টায় ৯মিনিটের নীরবতা I অন্য প্রতিবাদের সাক্ষী শহর থেকে জেলা
ABP Ananda LIVE: দেখতে দেখতে আরজি কর কাণ্ডে ১ মাস পার। ইতিমধ্যেই গানে, কবিতায়, স্লোগানে প্রতিবাদ মুখর কলকাতাকে দেখেছে সারা দেশ। প্রতিবাদের ঢেউ শুধু কলকাতাতেই নয়, শহরতলি ছাড়িয়ে জেলাতেও ছড়িয়েছে। সরব হয়েছে দেশ। এমনকি বিদেশের মাটিতেও বিচার চাই, দাবি তুলেছেন অনেকেই। আর এবার RG Kar কাণ্ডে আজ ৯ তারিখে রাত ৯টায় ৯মিনিটের নীরবতা পালন করা হচ্ছে।
নিউটাউনের বিশ্ব বাংলা গেটের সামনে স্থানীয় মানুষ জড়ো হয়ে প্রতীকি প্রতিবাদ জানাচ্ছেন। নীরবতা চলাকালীন অফ করে দিয়েছেন নিজেদের মোবাইল ফোনও। আবেদন করা হয়েছে, আশেপাশে যেসকল আবাসনগুলি রয়েছে, তাঁরা যেনও তাঁদের লাইট অফ করে দেন। প্রত্যেকেই হাতে প্ল্যাকার্ড নিয়ে নির্যাতিতার বিচার চেয়ে নীরবতা পালন করছেন।
আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি শুরু। এই মামলায় স্টেটাস রিপোর্ট জমা দিল রাজ্য। রাজ্য স্বাস্থ্য দফতর রিপোর্ট জমা দিয়েছে। গত ২২ অগাস্ট আর জি কর-মামলায় রাজ্য সরকার ও কলকাতা পুলিশকে তুলোধোনা করেছিল সুপ্রিম কোর্ট। FIR দায়েরের আগে কী করে ময়নাতদন্ত হল? সকাল সাড়ে ১০টায় অভিযোগ নথিভুক্ত করা হয়, সন্ধে সাড়ে ৬টা-সাড়ে ৭টা পর্যন্ত ময়নাতদন্ত, এরপর রাত সাড়ে ১১টায় কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হল? অপরাধের জায়গা সুরক্ষিত করতেই বা এত দেরি হল কেন। এতক্ষণ ধরে কী হচ্ছিল? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে টালা থানার ভূমিকাও। বিচারপতি জে বি পারদিওয়ালা মন্তব্য করেন, রাজ্য সরকার যেভাবে এই মামলায় যা করেছে তা তিনি তাঁর দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে কখনও দেখেননি। আর জি কর হাসপাতালের নন-মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট সুপারের আচরণ সন্দেহজনক বলেও মন্তব্য করেন বিচারপতি পারদিওয়ালা। টাইমলাইন নিয়ে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলের সাফাই গ্রহণযোগ্য নয় বলে সেদিন জানান বিচারপতি।