RG Kar News : আর জি কর কাণ্ডে সিপিএমের মিছিল ঘিরে ধুন্ধুমার | ABP Ananda LIVE

Continues below advertisement

RG Kar Doctor Death: আর জি কর কাণ্ডে সিপিএমের মিছিল ঘিরে ধুন্ধুমার। দুর্গাপুর কর্পোরেশন মোড়ে সিপিএমের মিছিলে হামলার অভিযোগ। 

'আর জি করে প্রিয় বোনটি অত্যাচারিত হয়েছে, আরও অনেকে হয়েছে, তার আত্মার প্রতি সমবেদনা'।'আমরা বিচার চাই, দোষীদের ফাঁসি চাই, ওরা ডেডবডি চায়, আন্দোলনে জল ঢালতে চাইছে'।'ওরা বাংলার বদনাম করতে চাইছে','আমাদের লোকজন যে বাসে আসছিল, তা ভাঙচুর করা হয়েছে','ট্রেনের সিগন্যাল দিতে ইচ্ছে করে দেরি করা হয়েছে'। 'বিজেপির মতো অত্যাচারী, অহঙ্কারী, চক্রান্তকারী, আমি দেখিনি'।'প্রধানমন্ত্রী শুধু এজেন্সি লাগিয়েছেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে ঘটনায় তো পদত্যাগ করেননি'।'গতকাল ওরা লাশ চেয়েছিল, পুলিশ সংযত ছিল, রক্ত দিয়েছে, ধৈর্য দেখিয়েছে, পুলিশকে স্যালুট'।'ঘটনা দুর্ভাগ্যজনক, চেয়েছিলাম ফাস্ট ট্র্যাক নিয়ে গিয়ে ফাঁসি দিতে'।'ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি, রাজ্যের হাতে ক্ষমতা থাকলে ৭ দিনে ফাঁসি দিতাম'।'আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণবিরোধী বিল পাস করাব'। 'তারপর সেই বিল রাজ্যপালকে সই করতে পাঠাব'।'যারা কাল গন্ডগোল পাকাল, তারা কোথা থেকে এসেছে?''এতদিন সিবিআই হল, কোথায় বিচার?''আমি জুনিয়র চিকিৎসকদের প্রতি সহমর্মী, কিন্তু আন্দোলনে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে','কোনও ব্যবস্থা আমি নেব না, এবার আস্তে আস্তে কাজে যোগ দিন','আমি অ্যাকশন নিতে চাই না','অ্যাকশন নিলে চিকিৎসকদের জীবন নষ্ট হয়ে যাবে, এটা আমরা চাই না','বিজেপি বাংলার অভিশাপ, পুজোয় যাতে কেউ কাজ না পায়, তা বন্ধ করতে চাইছে ওরা','মোদিবাবু, তাঁর পার্টিকে দিয়ে বাংলায় আগুন লাগাচ্ছে', 'মনে রাখবেন অসম, উত্তরপ্রদেশ, দিল্লিও এর থেকে রেহাই পাবে না, 'আগামী শুক্রবার সব কলেজের গেটে ফাঁসির দাবিতে আন্দোলন করবে ছাত্র-ছাত্রীরা, 'সব নেতা-নেত্রীদের ওইদিন গেট মিটিং করতে হবে','শনিবার সব ব্লকে ধর্না-মিছিল হবে', 'রবিবার সব ব্লকে মেয়েদের ধর্না-মিছিল','বলেছিলাম, বদলা নয়, বদল চাই','এখন বলছি, যেটা করা দরকার সেটা করবেন','না কামড়ালেও, ফোঁস করবেন, ফোঁস করে ফাঁস করতে শিখুন','এখনও সহ্য করছি, সহ্যের সীমা ছাড়িয়ে গেলে, কী করতে পারে জানেন না', আজকের সভা থেকে বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram