RG kar Doctor Death: RG কর কাণ্ডের প্রতিবাদে 'বঙ্গরত্ন' সম্মান ফেরাচ্ছেন সাহিত্যিক পরিমল দে

Continues below advertisement

ABP Ananda LIVE: আরজি কর কাণ্ডের প্রতিবাদ-স্বরূপ এবার 'বঙ্গরত্ন' সম্মান ফেরাচ্ছেন সাহিত্যিক পরিমল দে। ২০১৯ সালে 'বঙ্গরত্ন' পুরস্কার পেয়েছিলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট সাহিত্যিক। দোষীদের কঠোর শাস্তির দাবি জানানোর পাশাপাশি সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়েও সরব সাহিত্যিক। Parimal Dey to Return Honorary Banga Ratna Award Over RG Kar Lady Doctor's Murder

সাহিত্যিক বলেন, "আমি শুধু মানবতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে, একজন গান্ধীবাদী হিসাবে আমার অন্যায়ের প্রতিবাদ করা দরকার। ন্যায়ের পক্ষে দাঁড়ানো দরকার। যেহেতু রাস্তায় নেমে প্রতিবাদটা করতে পারছি না, পুরস্কারটা প্রত্যাখ্যান করে অন্তত একটা বার্তা দেওয়া যাচ্ছে যে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শান্তিটা ফিরে আসুক, নৈরাজ্য যাক...অন্তত এই বার্তাটা দেওয়া সম্ভব হয়েছে। পুলিশ কমিশনারের এবং আরজি করে অধ্যক্ষের (প্রাক্তন) ভূমিকার অত্যন্ত নিন্দা করছি এই কারণে, যে বিষয়টাকে অন্যদিকে গড়িয়ে দেওয়ার একটা ভয়ঙ্কর প্রচেষ্টা ছিল। যে কারণে বাংলার মানুষ উত্তাল হয়েছে। এই যে কল্লোলিনী তিলোত্তমা কলকাতা এবং সারা বাংলা জেগে উঠেছে, বাংলা-বাঙালি জেগে উঠেছে, বঙ্গবাসী জেগে উঠেছে, এই ঘটনাগুলোর জন্য সরকারের সিদ্ধান্ত অনেকখানি দায়ী। দোষীদের চরমতম শাস্তি হোক। দোষী একজন বা দু'জন বা পাঁচজন...চরমতম শাস্তি হোক। সেইসঙ্গে আধিকারিকদের ভূমিকা নিয়েও তদন্ত হোক। তাঁরা যথার্থ ভূমিকা পালন না করে থাকলে, আইন আইনের পথে চলুন।"  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram