RG Kar:নাগরিক মিছিলে হামলা ও মারধরের অভিযোগ উঠল TMC-র বিরুদ্ধে। উঠল মিছিল হাইজ্যাকের চেষ্টার অভিযোগ

Continues below advertisement

ABP Ananda LIVE: উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর হুঁশিয়ারির পরেই আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সংগঠিত নাগরিক মিছিলে হামলা ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। উঠল মিছিল হাইজ্যাকের চেষ্টার অভিযোগ। তা নিয়ে তুলকালাম বাঁধল কোচবিহার জেলার দিনহাটা শহরে। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে খুন-ধর্ষণের প্রতিবাদে গতকাল সন্ধেয় দিনহাটার হেমন্ত বসু কর্নার থেকে দলমত নির্বিশেষে প্রতিবাদ মিছিলের ডাক দেন মহিলারা। অভিযোগ,  তৃণমূলের লোকজন মিছিলে শামিল হয়ে তা হাইজ্যাক করার চেষ্টা করে। তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরীর উপস্থিতিতে শাসকদলের লোকজন মাইক ও ফ্লেক্স নিজেদের দখলে নিতে যায় বলে অভিযোগ। আপত্তি জানাতেই দু'পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। সবাইকে সরিয়ে দিতে তাড়া করে পুলিশ। ভাইরাল হয়েছে সেই ভিডিও। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘটনাস্থলে পৌঁছে কর্মীদের সরিয়ে নেন। প্রতিবাদীদের অভিযোগ, মিছিলের দখল নিয়ে CBI জবাব দাও স্লোগান তুলছিল তৃণমূলের লোকজন। যদিও তৃণমূলের ভাইস চেয়ারম্যানের দাবি, হামলার বিষয়ে তাঁর কিছুই জানা নেই। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram