RG Kar: RG কর-কাণ্ডের প্রতিবাদে রাজনৈতিক দলের কর্মসূচির পাশাপাশি প্রতিবাদে সামিল হচ্ছেন বহু মানুষ
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির পাশাপাশি অরাজনৈতিকভাবেও প্রতিবাদে সামিল হচ্ছেন বহু মানুষ। আজ সকালে একবালপুরে মিছিল করেন ছটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের চিকিৎসকরা। সকালে মৌন মিছিল করে প্রতিবাদ করেন দক্ষিণ কলকাতার একাধিক স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। প্রেসক্রিপশনে 'জাস্টিস ফর আর জি কর' সিল দিয়ে অভিনব প্রতিবাদ দেখাচ্ছেন রায়গঞ্জের একাধিক চিকিৎসক।
আর জি কর-কাণ্ডে এবার কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাংশ ।'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বইয়ে ছবি তৈরি হয়েছে, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি?' । 'বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা, যাঁরা তৃণমূলের পদাধিকারী...''...যাঁরা ক্ষমতার ছত্রচ্ছায়ায় রয়েছেন, মমতা-অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন' । বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তাঁরা কী করছেন? প্রশ্ন কুণালের । 'বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন'। এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে' । অথচ টালিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতার সঙ্গে এক মঞ্চে, এক ফ্রেমে থাকেন...' তাঁরা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত, আক্রমণ কুণালের। রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার। করুণাময়ীতে বিজেপির মহিলা মোর্চার মিছিল। মিছিল শুরুর আগেই করুণাময়ীতে পুলিশের ধরপাকড়। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে লাঠিচার্জ, কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস।