RG Kar Doctor Death Protest: রাজ্যটা কি সিভিক ভলান্টিয়ারদের দিয়েই চলবে? প্রশ্ন বিক্ষোভকারীদের
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের গ্রেফতারির পর এবার সিঁথিতে প্রতিবাদের কর্মসূচিতে মত্ত অবস্থায় ঢুকে পড়ার অভিযোগ উঠল আরও এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সঞ্জয় রায়ের বিরুদ্ধে যেমন পুলিশের মোটরবাইক নিয়ে ঘোরার অভিযোগ উঠেছিল, এখানেও অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে দেখা গেছে পুলিশ লেখা মোটরবাইক নিয়ে ঘুরতে। এখানেই আন্দোলনকারীদের প্রশ্ন, সিভিক ভলান্টিয়াররা এত সাহস পাচ্ছে কোথা থেকে? এদের মাথার ওপর কার হাত রয়েছে?
পুলিশের দেখানো ছবিতে লাল জামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে রহস্য। পুলিশের দাবি খারিজ IMA রাজ্য শাখার, SSKM-এর চিকিৎসক বলে দাবি। লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি লালবাজারের। লাল জামা পরা ব্যক্তি SSKM-এর PGT অভীক দে, পাল্টা দাবি IMA বেঙ্গলের। পড়ুয়াদের লেখা গ্রাফিতির উপরে সিভিক ভলান্টিয়ারের বাইক। তড়িঘড়ি সরাল পুলিশ। তুমুল বিক্ষোভ। অভিযুক্ত সিভিক ও ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে FIR। অবরোধ তুললেন প্রতিবাদীরা। আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে প্রতিবাদ। প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা। অভিযোগ, প্রতিবাদীদের মধ্যে ঢুকে যায় এক সিভিক ভলান্টিয়ার। ওই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় ছিল, অভিযোগ বিক্ষোভকারীদের। অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ারকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যায় পুলিশ। এর প্রতিবাদে সিঁথি মোড়ে অবস্থান কর্মসূচি পড়ুয়া ও প্রাক্তনীদের। 'দু-একজন সিভিক ভলান্টিয়ার খারাপ হতে পারে', বললেন ফিরহাদ হাকিম। খবর প্রকাশ্যে আসার আগেই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হয়েছে এবং কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবে সরকার কিন্তু সরকারের তরফ থেকে যা অ্যাকশন নেওয়ার একটা ঘটনা সামনে আসার পর যেটুকু হওয়া দরকার তা করেছে', মন্তব্য দেবাংশুর। ABP Ananda Live