RG Kar News Update: 'বিজেপি নিজেদের দুর্নীতির কোনও তদন্ত আজ অবধি করতে পারেনি', আক্রমণ দেবাংশুর

Continues below advertisement

ABP Ananda LIVE: 'সিবিআই তদন্ত কি হয়েছে আর্থিক অনিয়মের ক্ষেত্রে? রাজ্যসরকার তদন্ত করলেও দোষ না করলেও দোষ, বিরোধীরা কী চাই? ডাক্তারদের নিজেদের সংগঠনের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে এটা সিপিএমবন্ধুরা ভালোভাবেই জানে। বিজেপি নিজেদের দুর্নীতির কোনও তদন্ত আজ অবধি করতে পারেনি, আর সিপিএম তো দিনের পর দিন দুর্নীতিকে আশকারা দিয়েছে বলে আর জি কর আজকে এই জায়গাতে পৌঁছেছে', বললেন দেবাংশু ভট্টাচার্য।

আন্দোলনকারীদের আক্রমণ করতে গিয়ে এবার মহিলাদের কেশসজ্জা নিয়ে কটাক্ষ তৃণমূলের মন্ত্রীর। 'যাঁদের বয় কাট চুল বা যাঁরা চুল স্ট্রেট করেন, তাঁরা মদের বিরুদ্ধে প্রতিবাদ করেন না'। 'তাঁরা মদ খান না, তাঁরা ড্রিঙ্ক করেন'। মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। মহিলাদের জিন্স পরা নিয়েও কটাক্ষ উদয়নের। বাংলাদেশ প্রসঙ্গ টেনেও আন্দোলনকারীদের হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। 'হাসিনাকে দেখে যাঁদের মুখে হাসি ফুটেছে, তা কী করে বন্ধ করতে হয়, তৃণমূল জানে'। 'এই কথা মাথায় রেখে সাবধানে আন্দোলন এগিয়ে নিয়েও যাও'। 'কিন্তু নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে, তা প্রতিহত করার রাস্তা জানা আছে'। হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram