RG Kar: 'নবান্ন থেকে বিরূপ প্রতিক্রিয়া এলে, আরও বৃহত্তর আন্দোলন', বললেন জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ
ABP Ananda LIVE: এবার আর জি কর মেডিক্যালে চিকিৎসক-অধ্যাপকদের গণ ইস্তফা। কিঞ্জল নন্দ স্পষ্ট জানিয়েছেন,'আর জি কর মেডিক্যালের অধ্যক্ষকে নবান্নে ডেকে পাঠানো হয়েছে। নবান্ন থেকে বিরূপ প্রতিক্রিয়া এলে, আরও বৃহত্তর আন্দোলন। আশা করব সদর্থক ভূমিকা নেবে রাজ্য সরকার।'এদিন সিনিয়র ফ্যাকাল্টিদের সিদ্ধান্তকে স্বাগত জানালেন জুনিয়র ডাক্তাররা। বললেন, 'আর জি কর মেডিক্যালের সিনিয়র ডাক্তাররা গণইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন। থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে আর জি কর মেডিক্যাল। আর যাতে কোনও আর জি কর না হয় তার জন্য এই অনশন। সাড়ে ৩ বছরে আর জি কর মেডিক্যালে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল। ১০ দফা দাবিতে ৭ জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন।'
'আর জি কর মেডিক্যালের অধ্যক্ষকে নবান্নে ডেকে পাঠানো হয়েছে', নবান্ন থেকে বিরূপ প্রতিক্রিয়া এলে, আরও বৃহত্তর আন্দোলন', আশা করব সদর্থক ভূমিকা নেবে রাজ্য সরকার: কিঞ্জল নন্দ। 'আর জি কর মেডিক্যালের সিনিয়র ডাক্তাররা গণইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন', সিনিয়র ফ্যাকাল্টিদের সিদ্ধান্তকে স্বাগত জানালেন জুনিয়র ডাক্তাররা