RG Kar News:'এই সিভিক ভলান্টিয়ারদের কী হিসাবে নেওয়া হচ্ছে? শিক্ষাগত যোগ্যতা আছে?' আক্রমণ লকেটের

ABP Ananda LIVE: 'এই সিভিক ভলান্টিয়ারদের কী হিসাবে নেওয়া হচ্ছে? তাঁদের কী শিক্ষাগত যোগ্যতা আছে?' আক্রমণ লকেটের। 

আর জি কর-কাণ্ডে এবার কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাংশ ।'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বইয়ে ছবি তৈরি হয়েছে, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি?' । 'বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা, যাঁরা তৃণমূলের পদাধিকারী...''...যাঁরা ক্ষমতার ছত্রচ্ছায়ায় রয়েছেন, মমতা-অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন' । বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তাঁরা কী করছেন? প্রশ্ন কুণালের । 'বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন'। এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে' । অথচ টালিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতার সঙ্গে এক মঞ্চে, এক ফ্রেমে থাকেন...' তাঁরা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত, আক্রমণ কুণালের। রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার। করুণাময়ীতে বিজেপির মহিলা মোর্চার মিছিল। মিছিল শুরুর আগেই করুণাময়ীতে পুলিশের ধরপাকড়। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে লাঠিচার্জ, কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola