RG Kar News: আরজি করে যে দুর্নীতির সিন্ডিকেট চালাতেন সন্দীপ ঘোষ, তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল আশিস পাণ্ডের, অভিযোগ সিবিআই-এর

Continues below advertisement

ABP Ananda live:আর জি কর মেডিক্যালে 'দুর্নীতি',গ্রেফতার টিএমসিপি নেতা আশিস পাণ্ডে। টিএমসিপি নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক অভিযোগ সিবিআই-এর । 'অযোগ্য হওয়া সত্ত্বেও সন্দীপ ঘোষের সমর্থনে হাউস স্টাফ হয়েছিলেন আশিস। সন্দীপ ঘোষের পৃষ্ঠপোষকতায় ছিলেন আশিস পাণ্ডে। আর জি কর মেডিক্যালে 'দুর্নীতি', গ্রেফতার টিএমসিপি নেতা আশিস পাণ্ডে।সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে গ্রেফতার করল সিবিআই।আর জি কর মেডিক্যালে দুর্নীতির অভিযোগে গ্রেফতার আরও ১জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য প্রমাণ মিলেছে, সিবিআই সূত্রে খবর।মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের দিন হোটেল বুক করেছিলেন আশিস।সেমিনার রুমের সামনেও দেখা গিয়েছিল আশিস পাণ্ডেকে।দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার সন্দীপ ঘোষ সহ ৪ জন।আর জি কর মেডিক্যালে টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট আশিস পাণ্ডে।

আরওখবর: উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার অপসারণ দাবি। স্বাস্থ্য ভবনে চিঠি উত্তরবঙ্গ মেডিক্যালের ১৬ জন বিভাগীয় প্রধানের। পরীক্ষায় নম্বর বাড়ানো-সহ একাধিক অভিযোগে আগেই ডিন, সহকারী ডিন, আরএমও'র পদত্যাগ। 

আরওখবর:জুনিয়ার চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। আজই শুনানিতে 'না' হাইকোর্টের প্রধান বিচারপতির। জনস্বার্থ মামলা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। দ্রুত শুনানির আর্জিতে 'না' হাইকোর্টের প্রধান বিচারপতির। মামলাকারীকে অবকাশকালীন বেঞ্চে যাওয়ার পরামর্শ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram