RG Kar Doctor's Death: আরজিকরের কাণ্ডে পুলিশ-শাসকদল প্রত্যেকেই আই ওয়াশ করছে : আন্দোলনকারী

Continues below advertisement

Protesters On RG Kar Doctor's Death:আর জি কর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির। এই নির্দেশের পর এক আন্দোলনকারী প্রতিক্রিয়ায় জানিয়েছেন, হাইকোর্ট CBI তদন্তের নির্দেশ দিয়েছে আমরা শুনেছি। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম পুলিশ, প্রশাসন, শাসকদল প্রত্যেকেই বায়াস এনকোয়ারি করে একটা আই ওয়াশ করছে। আজকে হাইকোর্ট যে অবজারবেশন রাখল, তা আমাদের সঙ্গে হুবহু মিলে গেল।'

আরজিকর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির। আদালতের পর্যবেক্ষণে আর জি কর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, CBI তদন্তের নির্দেশ। পুলিশ-হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট, CBI তদন্তের নির্দেশ। কলকাতা পুলিশের কেস ডায়েরিতে সন্তুষ্ট নয় হাইকোর্ট, CBI নির্দেশ। রবিবার পর্যন্ত পুলিশকে সময় মুখ্যমন্ত্রীর, তার আগেই হাইকোর্টের CBI নির্দেশ। ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram