RG Kar LIVE: প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার সকলের আছে : মমতা

Continues below advertisement

ABP Ananda LIVE:  আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। শহরের বিভিন্ন প্রান্তে এখনও আন্দোলন, মিছিল চলছে। সেই আবহেই রাজ্য বিধানসভায় পেশ হল অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ অপরাধ সংশোধনী বিল ২০২৪ (Aparajita Woman and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024) । আর সেখানে সমাজ ও সংসারে পরিবর্তন আনার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ধর্ষণ 'জাতীয় লজ্জা' বলে মন্তব্য করেন তিনি। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্নের জবাবে এদিন বলতে ওঠেন মমতা। সেখানে তিনি বলেন, "ধর্ষণ জাতীয় লজ্জা। আসুন আমরা সবাই মিলে একজোট হয়ে ধর্ষণের বিরুদ্ধে লড়াই করি। ধর্ষণ রোখার ক্ষেত্রে সমাজ সংস্কারের প্রয়োজন রয়েছে, মানুষের জাগরণের প্রয়োজন রয়েছে। অনেক সংস্কার হয়েছে এই বাংলায়। রামমোহন রায় সতীদাহ প্রথার সংস্কার করেন, তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই বাংলায় সেই আইন পাস হয়। বিদ্যাসাগর বাল্যবিবাহ এববং বিধবা বিবাহের সংস্কার করেন, আইন পাস হয় এই বাংলায়। পরে রাজীব গাঁধীর আমলে সর্বভারতীয় আইন পাস হয়।"

মমতা আজ জানান, ধর্ষণ একটি ব্যাধি। এই ব্যাধি সারাতে হবে। কিন্তু গোটা দেশে ধর্ষণের ঘটনায় সাজার হার অত্যন্ত কম। এত সাহস পাচ্ছে কোথা থেকে ধর্ষকরা, প্রশ্ন তোলেন মমতা। এর কারণ উপলব্ধি করতে হবে বলে জানান তিনি। মমতা জানিয়েছেন, ২০২২ সালের পরিসংখ্যান বলছে, গোটা দেশে ধর্ষণের ঘটনায় ৭৬ শতাংশ ক্ষেত্রে পুলিশ চার্জশিট জমা দিয়েছে। কিন্তু মাত্র ২.৬ শতাংশ ক্ষেত্রেই অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে। অর্থাৎ সমস্যা রয়েছে, সেটা মানতে হবে বলে মত মমতার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram