RG Kar Doctro Death Case: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ ফের পথে অভয়া মঞ্চ
ABP Ananda Live: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ ফের পথে অভয়া মঞ্চ। কলকাতা থেকে জেলা, অভয়া মঞ্চের 'জ্বালাও আলো, দ্রোহের আলো' কর্মসূচি। আজ অভয়া মঞ্চের 'দ্রোহের আলো', নাগরিক সমাজকেও যোগ দেওয়ার আহ্বান। ৯ নভেম্বর আর জি কর কাণ্ডের তিন মাস, আজ ফের পথে বিভিন্ন চিকিৎসক সংগঠন। দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবিতে আজ ফের পথে নামছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স। শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি অভয়া মঞ্চের।
রবিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকার কথা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Kolkata Weather)।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল সাড়ে আটটা থেকে রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়নি। এই সময়ে আকাশে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। আর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।