RG Kar News: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি, ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা
ABP Ananda Live: সুপ্রিম কোর্টে আজও হল না শুনানি, হতাশ জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবারের পর বুধবারও পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। 'কাল শুনব, দেখব সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট', বললেন প্রধান বিচারপতি। যদিও বারংবার আর জি কর মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। 'বিচারব্যবস্থার উপর আস্থা নড়বড়ে হয়ে যাচ্ছে', RG কর মামলা সম্পর্কে বলছেন চিকিৎসকরা।
আমেরিকাবাসীকে ধন্যবাদ', 'আমি আপনাদের পরিবার ও অধিকারের স্বার্থে লড়াই করব', 'আপনাদের ভবিষ্যতের জন্য লড়াই করব', 'সর্বকালীন সেরা রাজনৈতিক লড়াই দেখল আমেরিকা', 'আজ আমরা ইতিহাস তৈরি করেছি', 'সেরা রাজনৈতিক প্রত্যাবর্তন দেখল পৃথিবী', 'অর্থনীতিতেও আমেরিকার প্রত্যাবর্তন দেখবে বিশ্ব', 'এই জয় দেশকে সুস্থ করে তুলতে সাহায্য করবে', 'এবার আমেরিকার স্বর্ণযুগ শুরু হবে' 'বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হবে আমেরিকা', 'আমরা খুব শীঘ্রই সীমান্ত সিল করে দেব', 'কোনও ভাবেই অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না', বললেন ডোনাল্ড ট্রাম্প।