'পুলিশ কতটা নির্লজ্জ্য তা পুলিশের ক্রিয়াকলাপে প্রমাণিত', কোন প্রসঙ্গে কটাক্ষ সজলের?
ABP Ananda Live : 'সঞ্জয় কখনও ছাড়া পেলে আমি নিশ্চিত ও দলের প্রধান মুখপাত্র হয়ে যাবে। পুলিশ কতটা নির্লজ্জ্য তা পুলিশের ক্রিয়াকলাপে প্রমাণিত। জোর করে সঞ্জয়ের কণ্ঠরোধ করা হয়েছে। নিশ্চিত কোনও গোপন রহস্য আছে', বললেন বিজেপি নেতা সজল ঘোষ। আর জি কর কাণ্ডে ধৃত অভিযুক্ত সঞ্জয়কে নিয়ে অতি সতর্ক পুলিশ। সঞ্জয়কে শিয়ালদা আদালতে আনার সময় মোতায়েন প্রচুর সংখ্যক পুলিশ। জানলাবন্ধ গাড়ি ছাড়াও, কোর্ট লক আপে তোলার সময় গাড়ি বাজাল পুলিশ। একইসঙ্গে চড়া স্বরে বাজানো হল গাড়ির হর্ন। গাড়ির কালো কাচের জানলার সামনেও দাঁড়িয়ে ৫ থেকে ৬ জন পুলিশকর্মী।
আর জি কর কাণ্ডে ধৃত অভিযুক্ত সঞ্জয়কে নিয়ে অতি সতর্ক পুলিশ। সঞ্জয়কে শিয়ালদা আদালতে আনার সময় মোতায়েন প্রচুর সংখ্যক পুলিশ। জানলাবন্ধ গাড়ি ছাড়াও, কোর্ট লক আপে তোলার সময় গাড়ি বাজাল পুলিশ। একইসঙ্গে চড়া স্বরে বাজানো হল গাড়ির হর্ন। গাড়ির কালো কাচের জানলার সামনেও দাঁড়িয়ে ৫ থেকে ৬ জন পুলিশকর্মী।