RG Kar : RG করে চিকিৎসক খুনে স্টেটাস রিপোর্ট জমা I নতুন কী তথ্য জমা দিল CBI , দেখুন

ABP Ananda Live: আর জি করে চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট । তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। স্ট্যাটাস রিপোর্টে নতুন করে ১২ জনের সাক্ষ্য গ্রহণ, খবর সূত্রের। নজর রাখা হয়েছে ২০০টি ভিডিও ক্লিপের উপরেও: সিবিআই সূত্র।

 

Kashmir News: বৈসরন ভ্যালিতে চলছে গুলি, মাটিতে লুটিয়ে পড়ছেন পর্যটকেরা! জিপলাইনিং করতে গিয়ে অজান্তেই ভয়াবহ দৃশ্য ক্যামেরাবন্দি করলেন একজন

বৈসরণ ভ্যালি। স্বপ্নের মতো সুন্দর। একদিকে পাহাড়, তার গা দিয়ে নেমে আসা জঙ্গল.. আরেকদিকে সবুজের গালিচা.. কিন্তু এই বৈসরণ ভ্যালিই এখন মৃত্যু উপত্যকা। ২২ এপ্রিল দিনটা চিরকাল কাশ্মীরের ইতিহাসে লেখা থাকবে কালো দিন হয়ে। কারণ কাশ্মীরের বৈসরন ভ্যালিতেই অকালে ঝরে গিয়েছে ২৬ টা প্রাণ। এই বৈসরন ভ্যালিতেই জঙ্গিরা বেছে বেছে হত্যা করেছে ২৫ জন হিন্দু পর্যটককে। ২২ তারিখ সকালেও কেউ জানতেন না, এমন একটা ঘটনা ঘটে যাবে বৈসরণে। কয়েক মিনিট আগেও কেউ জানতেন না, স্বপ্নের মতো সুন্দর উপত্যকা ঝাঁঝরা হয়ে যাবে গুলির শব্দে, লাল হয়ে উঠবে রক্তে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola